• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

কিশোরগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি তুষার, সম্পাদক অপু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৯, ২০:৩৪
ছাত্র ইউনিয়ন
নবগঠিত জেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল

কিশোরগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে গুরুদয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুষার শেঠ এবং সাধারণ সম্পাদক হিসেবে করিমগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অপু সাহা নির্বাচিত হয়েছেন।

রোববার সকালে ২৮তম জেলা কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করে বামপন্থী সংগঠনটি।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাত্তাহ আমিন চৌধুরী সিয়াম। এছাড়া কোষাধ্যক্ষ পদে অরিজিৎ ধর আনন্দ, দপ্তর সম্পাদক হিসেবে ফারিন হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মেনন খান নির্বাচিত হয়েছেন।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার ঐশ্বর্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ওয়াকিল স্বজন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ফাবিহা ফাতিমা এশা দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা কমিটির সাবেক আহ্বায়ক রৌদ্র মোহাম্মদ প্রান্ত।

এর আগে শনিবার ‘পণ্যবাজের অন্ধকুপে স্বপ্ন বেচো না, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ এই স্লোগানকে ধারণ করে জেলার রংমহল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি
দ্রোহযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল