• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভয় শব্দটি আমার ডিকশনারিতে নেই: প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৯, ১৭:৩৩

আমি ছোট বেলা থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ভয় এই শব্দটি আমার ডিকশনারিতে নেই। ভয় পেলে আমি কোনো অভিযান করতাম না। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা সংবাদিকদের সামনে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, কে কোন দলের সেটা আমার কাছে বিবেচ্য না। সেটা আমি আগেও বলেছি। যারা অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা দুর্নীতির খনি। ৭৫ এর পর ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা দুর্নীতি আশ্রয় নিয়েছিলো। জিয়া যে দুর্নীতি শুরু করেছেন, বিএনপি সে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। বিএনপির মুখে নীতিকথা মানায় না।

প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর সঙ্গে যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আর আমরা ঘর থেকে অভিযানটা শুরু করেছি। না হলে তো আবার বলত রাজনৈতিক হয়রানির জন্য আমরা এটা করছি।যারা (বিএনপি) অভিযানকে আইওয়াশ বলছে, তারা ক্ষমতায় থাকাকালে এ ধরনের অভিযান পরিচালনা করে জনগণের আইওয়াশ করত।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
তিন বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর