• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

পেঁয়াজের দাম এখন শক অব দি কান্ট্রি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৩৮
বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বেড়েই চলছে পেঁয়াজের দাম। বাজারে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম সব রেকর্ড ভেঙেছে। পেঁয়াজের দাম এখন শক অব দি কান্ট্রি। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, খুচরা বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁই ছুঁই অবস্থা। দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১৫০ টাকাও দাম চাওয়া হচ্ছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজও ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মিয়ানমার বা মিশর থেকে আনা পেঁয়াজের দামও সেঞ্চুরি ছাড়িয়ে গেছে আরও আগে।

পেঁয়াজের দাম দুইশ শতাংশ বেড়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাজারে প্রতিদিনই দাম বাড়ছে। এক বছরে পণ্যটির দাম বেড়েছে ২০০ শতাংশ। আর এ মাসে বেড়েছে ৬১ শতাংশ। ২৯ সেপ্টেম্বর দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ছিল কেজি ৬৫ থেকে ৭৫ টাকা। ঠিক এক মাস পর পেঁয়াজের দর হয়েছে কেজি ১০৫ থেকে ১২০ টাকা। পেঁয়াজের দাম এখন শক অব দি কান্ট্রি।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে পূর্ণতা পেত: রিজভী
জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী