• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

খোকা দেশে ফিরলে মানবিক দৃষ্টিতে দেখা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৯, ১৬:২৮

অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দেশে নিয়ে আসার জন্য বিএনপিকে সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। এছাড়া দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা হবে বলে জানান তিনি।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অসুস্থ খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাইলেন ফখরুল
---------------------------------------------------------------

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাদেক হোসেন খোকা এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়