জাহাঙ্গীরনগরের সবশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী জানেন: কাদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে আছে। এর সর্বশেষ পরিস্থিতির খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন। সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ঢাকার বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।
উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে একদল শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে এক সপ্তাহ ধরে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর নেতৃত্বে রয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো ও শিক্ষকদের একাংশ।
রোববার দিবাগত রাত থেকে ভিসির বাসভবন ঘেরাও করে রাখে আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা। পরে সোমবার সকালে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এসময় তাদের হাতে পিস্তলসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।
এরপরেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে প্রশাসন।
এসজে
মন্তব্য করুন