পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বামগণতান্ত্রিক জোট। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলার চিনিকল সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালনের সময় বক্তৃতা করেন অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়ন ও সদস্য রাশেদুজ্জামান রাশেদ।
বক্তারা বলেন, জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৪০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গেল দুই মাস ধরে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও সরকার কার্যকরী কোনও ব্যবস্থা নিচ্ছে না। কেউ পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জেবি/পি
মন্তব্য করুন