• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিএনপি ধ্বংস হওয়ার জন্য তারা নিজেরাই যথেষ্ট: কাদের

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৫:২১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। র‌্যাব পুলিশ লাগবে না, বিএনপিকে ধ্বংস করার জন্য তাদের নেতাকর্মীরাই যথেষ্ট। আওয়ামী লীগেরও প্রয়োজন হবে না।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা র‌্যাব পুলিশ নিয়ে রাজনীতি করি না, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। আইন আদালত না মানায় বিএনপিকে জনগণের কাছে আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব হচ্ছে আওয়ামী লীগে ঐক্য। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আগামীতে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করতে হবে। বিষমুক্ত রক্ত আওয়ামী লীগে সঞ্চালন করতে হবে।

শহরের ইসলামীয়া কলেজ মাঠে দীর্ঘ ৫ বছর পর উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথি ও কাউন্সিলরা। এরপরে জাতীয়, দলীয় ও লালনগীতি পরিবেশন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জাতীয় ও স্থানীয় নেতারা এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

সকাল থেকেই কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনকে ঘিরে পুরো কুষ্টিয়া শহর ব্যানার ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে। নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশন চলছে। এই অধিবেশন থেকে আগামী তিন বছরের জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ আরও কয়েকটি পদে নেতার নাম ঘোষণা করা হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন 
ওবায়দুল কাদের অবস্থান করছেন সন্দেহে বাড়ি তল্লাশি, অতঃপর...
কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন