খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল টেরোরিজম হচ্ছে: রিজভী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার ব্যক্তিগত দুই চিকিৎসককে অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘আপনারা দেখে আসছেন যে, দখলদার আওয়ামী সরকার শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও গণতন্ত্রের কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে বিনা চিকিৎসায় হত্যার চক্রান্ত করছে। গুরুতর অসুস্থ দেশনেত্রীর কী চিকিৎসা হচ্ছে, এটি কেউ জানতে পারছে না।’ ‘একেতো আগের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত বদলে সরকারি দলের সমর্থক ডাক্তারদের দিয়ে তৈরি করে বানোয়াট রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। তার ওপর বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শামীম ও ডাক্তার মামুনকে অনুমতি দেয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় তার জীবনকে বিপন্ন করার কলা-কৌশল হচ্ছে কি না, এজন্য জনগণ উদ্বিগ্ন’,- যোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে এক ধরনের ‘মেডিকেল টেরোরিজম’ কায়েম করেছে সরকারের নির্দেশে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি আগামী ৩০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ করতে চাওয়ার কথাও জানান। এসজে/পি
মন্তব্য করুন