চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
সোলায়মান আলম শেঠ বলেন, জনগণ পরিবর্তন চায়। এ সময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এবারের চসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এসএস