• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কয়েক বছরে দেশ থেকে পাঁচ লাখ কোটি টাকারও বেশি পাচার হয়েছে: মেনন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০২০, ০৯:৩১
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

গত কয়েকবছরে দেশ থেকে পাঁচ লাখ হাজার কোটিরও বেশি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। শনিবার রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রাশেদ খান মেনন বলেন, এক টাকা দুই টাকা নয়, ২০১৪ সালে দেশ থেকে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। গত কয়েকবছরে সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ হাজার কোটি টাকারও বেশি। এই টাকাগুলো দিয়ে দেশের একবছরের বাজেট করা সম্ভব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরাও এত টাকা নিয়ে যায়নি, যত টাকা গত কয়েকবছরে পাচার হয়েছে। অথচ দুদক এসব নিয়ে কথা বলে না।

সংসদে যখন ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হয় তখন একইসঙ্গে টাকা পাচারকারীদের নাম প্রকাশ করতে হবে দাবি করে তিনি বলেন, তখন দেখা যাবে অনেক পরিচিত লোকও এর মধ্যে আছেন। এজন্যই সরকার পাচারকারীদের নাম প্রকাশ করে না।

সাবেক এই মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে কোটিপতি ছিল মাত্র চারজন। আর তা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ২২ হাজারে। তাদের জীবনযাপন, আয়েশ, বিলাস দেশের যুবকদের হতাশ করছে। সকল ক্ষেত্রেই এমন বৈষম্য দেখা দিয়েছে। দেশের মাথাপিঁছু আয় ১৯০৯ ডলার। আর দারিদ্রসীমার নিচে যারা বসবাস করেন তাদের মাথাপিঁছু আয় এক ডলারেরও কম।

সমাবেশে আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি সভাপতি লিয়াকত আলী লিকু, মাহমুদুল ইসলাম মানিক, কামরুল আহসান প্রমুখ।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের রিমান্ড শেষে কারাগারে মেনন
ফের রিমান্ডে মেনন
ইনুর ৭ দিন, মেননের ৬ দিনের রিমান্ড
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে