• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

দেড় বছর ধরে আমি পাসপোর্ট পাচ্ছি না: ভিপি নুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০২০, ০৯:৩৮
Daksu VP Nurul Haque Nur
ডাকসু ভিপি নুরুল হক নুর

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, দেড় বছর ধরে আমি আমার পাসপোর্ট পাচ্ছি না। দেশে কোনো বিচার নেই। মানুষ কী করে বিচার পাবে? প্রধান বিচারপতি নিজেই যেখানে অবিচারের শিকার হচ্ছেন।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

নুর আরো বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এলডিপির কর্নেল অলি আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়