রাজধানীর মোড়ে মোড়ে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান

আরটিভি নিউজ

রোববার, ০৪ আগস্ট ২০২৪ , ০১:৪০ পিএম


রাজধানীর মোড়ে মোড়ে আ.লীগ নেতাকর্মীদের অবস্থান
সংগৃহীত ছবি

চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। কর্মসূচিকে ঘিরে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীনদের।

বিজ্ঞাপন

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১০, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, আল্লাহ করিম জামে মসজিদের সামনে, আসাদগেট, ধানমন্ডি ২৭ নম্বরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় কিছু কিছু জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এর আগে, শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান পরিস্থিতিতে রোববার ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জমায়েত কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল পালন করা হবে।

কাদের বলেন, শুক্র ও শনিবার আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সংঘাতের আশঙ্কায় প্রোগ্রাম এড়িয়ে চলেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission