• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৫:২৭
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ভাইরাল হওয়া যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি অফিস ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে। কোর্টের মাধ্যমে শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট জাহাঙ্গীরসহ তার সহযোগীরা গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই দিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে চলে যান। এর মধ্যেই শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন জাহাঙ্গীর। সেই কথোপকথন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
খেলার জগতে বক্সিং ডে জনপ্রিয় কেন? 
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টসহ টিভিতে আজকের খেলা