• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিএনপির ব্যর্থতার জন্যই দলটির নেতারা পদত্যাগ করছেন : হানিফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৯, ২২:০০

বিএনপির নেতৃবৃন্দের দুর্নীতি ও ব্যর্থতার জন্যই দলটির নেতারা পদত্যাগ করছেন। বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, কোনও দলের নেতাদের ওপর চাপ প্রযোগ করে তাদের পদত্যাগ করানোর রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। বিএনপির নেতৃত্বের দুর্নীতি আর ব্যর্থতার জন্যই দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা পদত্যাগ করছেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বলা বিএনপির নেতাদের মুখে শোভা পায় না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন।

হানিফ বলেন, তিনি (জিয়া) বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় এসে ‘হ্যাঁ-না’ ভোট করেছেন। আর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার মাগুরা উপ-নির্বাচনের কথাও দেশের মানুষ ভুলে যায়নি।

স্মরণ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই: আবু হানিফ
ক্ষমতায় আসার আগেই একটি দল চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে: আবু হানিফ 
ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি'র শুটিংয়ে ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের কড়া জবাব
তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের ঘুম হারাম হয়ে যাবে: আবু হানিফ