• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আসন্ন কংগ্রেসে কে হচ্ছেন যুবলীগের কাণ্ডারি?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৯, ১৫:১১
কংগ্রেস যুবলীগ ৭ম কংগ্রেস

ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস। তাই সংগঠন ঢেলে সাজানোর মাধ্যমে ইমেজ পুনরুদ্ধারই হবে এবারের কংগ্রেসের মূল লক্ষ্য। নেতৃত্ব পেতে আগ্রহীরা এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত হয় যুদ্ধবিধ্বস্ত দেশগঠনে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে। শেখ ফজলুল হক মনির হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এ পর্যন্ত সংগঠনটির ছয়টি কংগ্রেস হয়েছে। সম্প্রতি ক্যাসিনোকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বেশ কিছু অভিযোগে দলের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ প্রভাবশালী নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর কব্জায়। অভিযুক্ত নেতাদের এরই মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৩ নভেম্বর হতে যাচ্ছে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস।

বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্ব খুঁজে নিতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। সংগঠন করার বয়সসীমা ৫৫ বছর বেঁধে দেয়া হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিএনপি আন্দোলন বা জনমত গঠন করতে পারেনি: প্রধানমন্ত্রী
---------------------------------------------------------------

যুবলীগের ইমেজ পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন ইমেজের কয়েকজন প্রার্থীর নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। বেশি উচ্চারিত হচ্ছে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই ছেলে শেখ ফজলে হাসান পরশ ও শেখ ফজলে নূর তাপস এর নাম। আলোচনার দৌড়ে আছেন সাবেক কিছু ছাত্রনেতাও।

ত্যাগী নেতাদের নিয়ে শক্তিশালী সংগঠন গড়ার মাধ্যমে ইমেজ পুনরুদ্ধারের দাবি তৃণমূল নেতাদের।

যে যুবসমাজের কাঁধে ভর করে এগিয়ে যাবে ভবিষ্যতের বাংলাদেশ, তাদের জন্য যুবলীগ একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশায় আগামী নেতৃত্বের অপেক্ষায় নেতাকর্মীরা।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেট মহানগর যুবলীগের ২ নেতা গ্রেপ্তার