আদর্শের রাজনীতি করি, ভুল হতে পারে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আদর্শের শেকড় থেকে আমরা এক চুলও সরিনি। এক চুলও সরব না।
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রিবার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য হাসিনা দৌলাকে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মঞ্জুরুল আলম রাজীবকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। শেখ হাসিনা আজকে আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি। আওয়ামী লীগে কোনো অস্থিরতা নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। একজন নেতার পেছনে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। তিনিই আমাদের একমাত্র অভিভাবক।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিযোগিতা আছে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা নেই। আজকে আওয়ামী লীগ থেকে কেউ যেতে চাইছে না। বরং আমরাই দূষিত রক্তগুলোকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পি
মন্তব্য করুন