• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

পাঁচ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২
আওয়ামী লীগ,
আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪, যশোর-৬, বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। তৃতীয় দিন দুপুর পর্যন্ত ১৩ জন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফরম বিতরণ।

ইতোমধ্যে একজন মেয়র প্রার্থী এবং ৩৫ জন কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে।

মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপ-নির্বাচন মার্চ মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বগুড়া-১ ও যশোর-৬ আসন এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।

এসজে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই: গয়েশ্বর
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসির বদলি, ৭ সদস্য ক্লোজড