• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

বুলবুলের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিবের এ শোক বার্তার কথা জানান দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুলের উদ্ধৃতি নিয়ে শায়রুল কবির জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের ইতিহাসে অনন্য একজন শিল্পী। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের স্বার্থে যেমন জীবন নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন, তেমনি বাংলা সংগীতেও তিনি তার স্বভাবসুলভ অবদান রেখে গেছেন। আধুনিক গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রের গানে তার অবদান অনস্বীকার্য।’

তিনি বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের অভিনব সুরের স্রষ্টা, তিনি আজীবন বাংলা সংগীত শ্রোতাদের মনে থাকবেন। আমরা তার মাগফেরাত কামনা করি।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিএনপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর আগে সবশেষ যা বলে গিয়েছিলেন রাজীব
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী, চাইলেন দোয়া