খালেদা জিয়ার আসনে বিএনপির চিঠি পেলেন জি এম সিরাজ
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জি এম সিরাজকে ধানের শীষ প্রতীকের চিঠি দিয়েছে বিএনপি। আজ রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকের চিঠি জি এম সিরাজের হাতে তুলে দেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে প্রার্থী হিসেবে দলের স্থানীয় নেতা রেজাউল করিম বাদশাও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ জি এম সিরাজের নাম চূড়ান্ত করায় কেন্দ্র থেকেও আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন তিনি।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেয়। নৌকার প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন নুরুল ইসলাম ওমর। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে তিনি নির্বাচিত হলেও ৩০ ডিসেম্বরের নির্বাচনে হেরেছিলেন ফখরুলের কাছে।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা একাদশ সংসদ নির্বাচন করতে না পারায় এই আসনে প্রার্থী হয়ে ভোটে জিতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বিএনপির অন্য পাঁচজন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘দলীয় সিদ্ধান্তে’ শপথ নেননি ফখরুল। ফলে এই আসনে উপনির্বাচন হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৪ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পি
মন্তব্য করুন