আমরা লজ্জিত ও বিস্মিত: রিজভী
রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে প্রধানমন্ত্রী কলকাতা সফর করে আসলেন। বলা হচ্ছে তিনি নাকি সরকারি আমন্ত্রণে কলকাতা গিয়েছেন। অথচ তাকে অভ্যর্থনা জানাতে কেউ বিমানবন্দরে ছিলেন না। এ ঘটনায় স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, বিস্মিত। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা কোনো সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে।
তিনি বলেন, জনগণের অধিকার হরণ করে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে প্রধানমন্ত্রী হয়েও দাম্ভিকতার সাথে যিনি জনসম্মুখে বক্তব্য রাখতে পারেন। তিনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোনো প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন এটাই স্বাভাবিক।
তিন বলেন, এসব কর্মকাণ্ডে দেশবাসী লজ্জিত হয়। জাতি হিসেবে বাংলাদেশের জনগণের মান-সম্মানের হানি ঘটলেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না। তিনি বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা মান-সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন।
এমকে
মন্তব্য করুন