ঢাকাসোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাহরাইনের বিচার ও ইসলামিক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইন প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০১:০৮ এএম


loading/img

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের বিচার, ইসলামিক ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।  

সাক্ষাতকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনগত প্রক্রিয়াগুলো সহজতর করার বিষয়ে জোর দেন। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় আরও আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সাংস্কৃতিক বিনিময় এবং শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বৃদ্ধি নিয়ে। মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ উভয় দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য এই সাক্ষাতে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েসও উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |