আরটিভিতে আজ যা দেখবেন
আজ সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘লাট সাহেবের মেয়ে’। অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী প্রমুখ।
বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।
৮টায় নাটক ‘এলোমেলো শব্দের জলসিঁড়ি’। অভিনয় করেছেন- মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।
রাত ৯টা ২০ মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।
পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।
অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, মোহায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ।
রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।
রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।
অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।
রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।
রাত ১১টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’।
রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
মন্তব্য করুন