মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ ‘যাকাত কনফারেন্স।
প্রতি বছরের মতো এ বছরও মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সারা দিনব্যাপী ৩টি সেশনে বিভক্ত হয়ে দেশ-বিদেশের বিখ্যাত ইসলামিক স্কলাররা, সরকারি একাধিক কর্মকর্তাবৃন্দ, সমাজসেবী, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডক্টরগণ এবং মাস্তুল ফাউন্ডেশনের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন।
এ বছরের যাকাত সম্মেলনের মূল উদ্দেশ্য হিসেবে আলোচনা করা হয় কিভাবে যাকাতের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যতা বিমোচন করা যায়। বিগত ৬ বছর ধরে এই বিষয় নিয়ে মাস্তুল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র বিমোচন ও মানবিক উন্নয়নে যাকাতের কার্যকারিতা ও সম্ভাব্য ভূমিকা তুলে ধরা ও কার্যকর ব্যবস্থা তৈরি করা হয়। যাকাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যাকাতের মাধ্যমে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
সম্মেলনে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা সচিব মো. সাইদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইসরাত হোসেন খান, মসজিদ-উত-তাকওয়ার ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম, হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী গাজী সানাউল্লাহ রাহমানী, দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়ব খতিব, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ প্রমুখ।
মুফতী গাজী সানাউল্লাহ রাহমানী বলেন, আমাদের অবশ্যই যাকাত প্রদান করতে হবে। প্রকৃতপক্ষে যাকাত আমাদের সম্পদকে পরিশুদ্ধ করে এবং তা বৃদ্ধি করে। মাস্তুল ফাউন্ডেশন বহু আগে থেকেই যাকাতের মাধ্যমে কাজ করে আসছে। তারা সারা বছর ধরে যাকাত তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্র মানুষদের সহায়তা করে আসছে। আমি তাদের এই মহৎ কার্যক্রমকে হৃদয় থেকে সাধুবাদ জানাই।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি ইসরাত হোসেন খান বলেন, যদি আমরা প্রত্যেকে নিজের স্থান থেকে সঠিকভাবে যাকাত আদায় করি, তবে আমাদের দেশের দারিদ্রতা কমে যাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। মাস্তুল ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ তাদের এই মহৎ উদ্যোগের জন্য।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনেরর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, দেশের সাধারণ মানুষ মাস্তুলকে বিশ্বাস করে। সাধারণ জনগণ যাকাতের অর্থ আমাদের নিকট তুলে দেয়। আমরা ইসলামের বিধি মোতাবেক সেই অর্থ দিয়ে যাকাত গ্রহণের উপযুক্ত মানুষের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করি। যাকাত মাধ্যমে মাস্তুলের হাত ধরে আগামীতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল আল যাকাত সাদাকা ফাউন্ডেশন, সেন্ট্রাল ফর যাকাত ম্যানেজমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, সোশ্যাল ইসলামি ব্যাংক, আল মিনারাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং রেডি বাংলাদেশসহ অনেকে।
আরটিভি/এমকে