• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইল শহরের বটতলা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হীরা মিয়া, ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ জানান, বটতলা বাজারে পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ী মো. নুরনবীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার কাছে থাকা ৩৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পচা মাংস বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।
২৫ এপ্রিল ২০২৪, ১২:৫১

পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
অস্বাস্থ্যকর পরিবেশে বাসি গ্রিল, চাপ, খোলা খাবার রাখার অভিযোগে চাঁদপুর শহরের হাজী মোহসীন রোডে অবস্থিত ইমরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। এ সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলন, বাসি গ্রিল, চাপ, খোলা খাবার রাখা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক শহরের ইমরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
২৪ এপ্রিল ২০২৪, ২২:৫১

আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে রৌশন আলী ব্যাপারী ও মো. সালাহ উদ্দিন নামের দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম। দুই ব্যবসায়ী হলেন উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের রৌশন আলী ব্যাপারী ও ভাটামাথা গ্রামের মো. সালাহ উদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিক্রির উদ্দেশ্যে ভেকু মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটছিল। এ খবর পেয়ে দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম ঘটনাস্থল বনগজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তারা এই কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা প্রদান করেছেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় আখাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
২৪ এপ্রিল ২০২৪, ২১:৫৩

নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
নওগাঁয় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বর্জ্য অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (২১ এপ্রিল) বিকেলে শহরের হাসপাতাল মোড় ও সেবাশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়। অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয় বলেন, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানের সময় তারা পরিবেশগত কোনো ছাড়পত্র দেখাতে পারেনি। এ ছাড়া বর্জ্য সংরক্ষণের ব্যবস্থাও সঠিকভাবে করা হয়নি। তারা বর্জ্য নীতিমালা অনুসরণ করেনি।  তিনি বলেন, ক্লিনিকগুলোতে যেভাবে বর্জ্য ব্যবস্থাপনা ছিল। যা মানবজীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কোনো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এসব নীতিমালা মানছে না। এসব অপরাধে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রহমান ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে। ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা নীতিমালা অনুসরণ করবেন। তবে আগামীতে এসব বিষয়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়াসহ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
২২ এপ্রিল ২০২৪, ১৪:৪৭

ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদসহ থানা পুলিশের একটি দল।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার গাইবান্ধামোড়-পলাশবাড়ী সড়কের সিপি চারমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ চালককে ৫০০ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালানোর আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন ইউএনও এবং ওসি। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহেই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে হেলমেটবিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেন। শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতীত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেটবিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।
১৬ এপ্রিল ২০২৪, ২২:০৪

জরিমানা থেকে বাঁচলেন নেইমার
পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। এবার  ব্রাজিলের একটি আদালত তার সেই জরিমানা মওকুফ করেছে। সংবাদসংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছেন। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশবিষয়ক লাইসেন্সের দরকার নেই। এর আগে, মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় নেইমারকে জরিমানা করেছিল। তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে। উল্লেখ্য, ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কেনেন  নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।
১২ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের অবৈধযানে উচ্চস্বরে গান-বাজনা এবং মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহী থাকায় পাঁচজনকে তিন হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।  এর আগে, গত ৮ এপ্রিল উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ উপজেলায় ঈদ ও নববর্ষ উদযাপনে আতশবাজি, সড়কে অবৈধযান ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ।  
১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৫

চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় ঈদ বাজারে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় ওই অভিযান চালানো হয়।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, মিষ্টির প্রতিষ্ঠানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় নিউ মার্কেটে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হৃদয় ফ্যাশানের মালিক আকতার হোসেনকে ৫০ হাজার টাকা, নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  প্রিন্স প্লাজা মার্কেটে মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে অভিযানে ৭৫০ টাকা মূল্যের একটি শার্টে ২৮৫০ টাকা প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে ক্রয় করা শার্টে ২১০০ টাকা লাভ রাখা হয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অপরাধে মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানের  ম্যানেজার একেএম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সবাইকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।  
০৪ এপ্রিল ২০২৪, ১৮:০৮

পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করার অপরাধে মেঘপল্লী রিসোর্টে ২ লাখ টাকা জরিমানা আদায় ও অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।  বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক সাহা আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন তিনি।  মোবাইল কোর্ট পরিচালনা শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’ হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, ‘সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।’  আদালত এ বিষয়ে সুইমিংপুল নির্মাণকাজ বন্ধসহ সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অনুমতি ছাড়া পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি। 
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

বিনাটিকিটে রেল ভ্রমণ / জরিমানা করায় টিটিইসহ দুইজনকে মারধর 
ময়মনসিংহে বিনাটিকিটে রেল ভ্রমণের দায়ে এক যাত্রীকে জরিমানা করায় মারধরের শিকার হয়েছেন ভ্রাম‍্যমান টিকেট পরীক্ষকসহ (টিটিই) দুই রেলকর্মী।  সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার গফরগাঁও স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে এ মারধরের ঘটনা ঘটে। আহত দুজনের নাম রনি (৩৮) ও  আরজু বলে জানা গেছে। এদের মধ্যে রনি টিটিই এবং আরজু ট্রেন এটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে টিকেট পরীক্ষক বিজয় মিত্র শুভ এই হামলা ও মারধরের তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় এক যাত্রীকে ১৩০ টাকা জরিমানা করেন টিটিই রনি। পরে ওই যাত্রী মোবাইলে তার লোকজনকে ঘটনাটি জানায়। ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছালে টিটিই রনির ওপর হামলা চালায় তারা। এ সময় ট্রেন এটেনডেন্ট আরজু তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা।  আহত দুই রেলকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আমরা রাজস্ব আদায় করতে গিয়ে যদি এভাবে হামলা ও মারধরের শিকার হই, তাহলে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।    এ বিষয়ে যোগাযোগ করা হলে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ময়মনসিংহ থানার উপপরিদর্শক (এসআই) মোছা: তানজিনা  বলেন, ঘটনাটি শুনেছি। ওসি স‍্যার পরে বিস্তারিত জানাবেন।  
০১ এপ্রিল ২০২৪, ২১:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়