• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আম্মু কি করতেছে তুমি দেখছো বাবা, বকা দিবা না: তামিমার মেয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২০
আম্মু কি করতেছে তুমি দেখছো বাবা, বকা দিবা না: তামিমার মেয়ে

ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর অভিযোগ উঠে প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছেন তামিমা। এ ঘটনায় তামিমার মেয়ে তার বাবা রাকিবকে বলেছেন, ‘বাবা, আম্মু কি করতেছে তুমি দেখছো?’

আরও পড়ুনঃ আমি সহজ সরল মানুষ শাশুড়ির মনে কি ছিল বুঝি নাই: তামিমার স্বামী

রোববার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমার প্রথম স্বামী রাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে রাকিব বলছেন, ‘খুব কষ্ট লাগলো আমার। মেয়েটা আমাকে নাসির ফোন করার আগের দিন ফোন দিয়ে বলতেছে, বাবা, আম্মু কি করতেছে তুমি দেখছো? আচ্ছা আম্মুরে তুমি বকা দিবা না? আমি বলি, বকা তুমি দিয়ো। তোমার আম্মু তো, তোমারে রাইখা বিয়ে করছে। কোনওদিন তোমার সামনে আসলে তুমি বকা দিয়ো। আর আমি যদি পাই, বকা দিয়ে দিবোনে তোমার তরফ থেকে। মেয়ের পাশে আমার ভাই ছিল। ও ফেসবুকিং করার সময় নিউজফিডে তামিমার বিয়ের ছবি, নিউজ সামনে আসায় মেয়ে তাতে দেখে তার মায়ের (তামিমা) কপালে চুমা, কত কী। মেয়ে কান্না করেছে।’

রাকিব আরও বলেন, ‘আমরা ধার্মিক মুসলমান। সে কিভাবে এরকম কাজ করে? খুবই লজ্জার এটা। বন্ধুরা ফোন করে বলতেছে ভাই আপনি ভাবীকে ডিভোর্স দিলেন কবে? আমি বলি, ভাই আমি তো ডিভোর্স দেয়নি, ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ! খুব ধুমধাম।’

তিনি বলেন, ‘তামিমাকে আমি পড়াশোনা করিয়েছি। এসএসসি পাস করার পর আমার এখানে এসেছে। এসএসসিতে এ প্লাস পাওয়ায় আমার বাবার অমতে তাকে পড়াশোনা করাই। ঢাকায় একটি শো রুমে ম্যানেজার পোস্টে চাকরি নেয়ার এক সপ্তাহ পর তামিমাকেও নিয়ে আসি। টাঙ্গাইল কুমুদিনী কলেজে ভর্তি করিয়ে দেই। তখন শাশুড়ি আমাকে খুঁজে বেড়ায়, সে আমাকে পেলে মারবে। তো হঠাৎ একদিন শাশুড়ি মেয়ের জন্য কান্না করে। আমি তো সহজ সরল মানুষ, তার মনে যে কান্নার আড়ালে অন্য কিছু আছে বুঝব কী করে।’

আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ : তামিমার স্বামী (ভিডিও)

এর আগে শনিবার বিকেলে তামিমার প্রথম স্বামী রাকিব গণমাধ্যমে জানান, আইনগতভাবে বিবাহবিচ্ছেদ ছাড়াই তামিমা বিয়ে করেছেন নাসিরকে। তামিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনও সাড়া না পেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রথম স্বামী।

এসআর/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথিবীতে সত্যিই কি এক চেহারার মানুষ ৭ জন আছেন?
দোকানের মালিক গরু চন্দ্রমণি, শাড়ির ব্যবসা তুঙ্গে  
সাত ছাত্রের ওপর উঠিয়ে দেওয়া হলো প্রাইভেটকার
সামাজিক যোগাযোগ মাধ্যমের জালে আসক্ত হয়ে পড়ছেন না তো?