• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দেশে ফেরা নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৭:০২
দেশে ফেরা নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফাইল ছবি।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানায়।

আজহারী বলেন, আমাকে অনেকেই মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে দেশে ফেরার বিষয়টি জানতে চেয়েছেন। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব।

তিনি বলেন, আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

এ সময় যাদের জন্য আন্দোলন সফল হয়েছে সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও রূহের মাগফিরাত কামনা করে এই ইসলামিক স্কলার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।

মিজানুর রহমান বলেন, আন্দোলন সফলের পর দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

জনপ্রিয় এই বক্তা বলেন, আমাদের দেশে এক সরকার যায়, অন্যজন আসে, বিদ্বেষ-জিঘাংসা চলতেই থাকে। নতুন সরকার ব্যবস্থায় আমারা এমন কিছু দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ
কায়রোতে ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার মন্ত্রীর বৈঠক
খোরশেদ আলম খাস্তগীরকে হাইকমিশনে দেখতে চান না প্রবাসীরা