• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্ট

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ২১:০৫
আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্ট
ফাইল ছবি।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টি নিয়ে বুধবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পোস্ট করেছে ঢাকায় অবস্থিত ফ্রান্সের দূতাবাস।

এতে বলা হয়, সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, গত ১২ আগস্ট আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানায়, আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এদিন দলটির সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও কর্মকর্তরা দেশ থেকে পালিয়ে যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসে ৩ দাবি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
৩১ ডিসেম্বর নিয়ে সমন্বয়কদের রহস্যজনক পোস্ট, জানা গেল কারণ
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল