• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

অপরাধীদের যেমন শাস্তি চান মাওলানা আজহারী

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১২:১১
মাওলানা মিজানুর রহমান আজহারী (ফাইল ছবি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতনের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এরই মধ্যে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তাদেরকে আদালতেও তোলা হয়েছে। এবার তাদের বিচার প্রসঙ্গে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অপরাধীদের বিচার প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন তিনি।

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘আমি চাই, নিরপেক্ষ তদন্তসাপেক্ষে সুষ্ঠু আইনি প্রক্রিয়া অনুসরণ করে সকল অপরাধের বিচারিক কার্যক্রম পরিচালিত হোক। কোনো অপরাধীর ওপরও যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়। প্রত্যেকে কেবল তার প্রাপ্যটা বুঝে পাক।’

এর আগে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গ্রেপ্তার হওয়া শুরু হলে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে আজহারী লিখেছিলেন, ‘নিশ্চই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন (সুরা আল বুরুজ: ১২)।’

গত ১২ আগস্ট রাতে বিপ্লবোত্তর সামনের দিনগুলো কেমন হতে পারে জানিয়েছিলেন আজহারী। তিনি লিখেছিলেন, ‘বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিকাল। প্রতিবিপ্লব ঠেকাতে সদা-জাগ্রত, সদা-সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এ বিজয়কে টেকসই করুন।’

মন্তব্য করুন

Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আওয়ামী লীগপন্থী’ অভিযোগে বের করে দেওয়া হলো মাউশির পরিচালককে
রংপুরে রিমান্ড শেষে কারাগারে আওয়ামী লীগ নেতা
আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে: রিজভী
কুমিল্লার সাবেক এমপি বাহারের আরেক সহযোগী আটক