• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ধানমন্ডিতে হেনস্তার শিকার সেই ব্যক্তি বললেন, ‘আমি জীবিত আছি’

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৫:৪১
সংগৃহীত ছবি

‘আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন। আর আমি জীবিত আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হওয়া আবদুল কুদ্দুস মাখন এসব কথা জানান। এর আগে গুজব রটে, হেনস্তার শিকার শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকার আবদুল কুদ্দুস মাখন হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়।

বিষয়টি জানতে আবদুল কুদ্দুস মাখনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৫ আগস্ট প্রতিবছরের মতো এবারও আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ তার বাসভবনে যাই। বৃহস্পতিবার সকালে সেখানে গেলে আমার ওপর তারা হামলা করে এবং অনেক মারধর করে।’

তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে ২০০৭ সালে বঙ্গবন্ধু যুব পরিষদ নামে একটি সংগঠন করেছিলাম। আমি ওই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন। আর আমি জীবিত আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভোথিয়েটার দুর্নীতি মামলায় হাসিনার বিরুদ্ধে ফের তদন্তে দুদক
বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল
বদলে গেল বঙ্গবন্ধু রেলসেতুর নাম
বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি