• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা তাসকিন-মুশফিক-সৌম্যের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ১০:৪১
ফাইল ছবি

ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

শুক্রবার (২৩ আগস্ট) বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

একটি ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যার কারণে আমার দেশবাসীর দুর্ভোগে গভীরভাবে উদ্বিগ্ন। আমি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারি। এই সময়ে নিজেদের লোকদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বর্তমানে পাকিস্তানে থাকা তাসকিন আহমেদও তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। দূর থেকেও ফেনীর বন্যা কবলিত মানুষের আর্তনাদ আমাকে কষ্ট দেয়। তাদের সহায়তা করার জন্য আমার অংশটুকু করার চেষ্টা করছি। আমাদের একজন স্বেচ্ছাসেবক আছে। ফেনীতে এখনই দল আছে। তবে তাদের শত শত আটকে পড়া পরিবারকে উদ্ধারের জন্য স্পিডবোট, ট্রলার বা ইঞ্জিনচালিত নৌকা দরকার। আমি সবাইকে অন্তত একটি নৌকা পরিচালনা করতে সাহায্য করার জন্য অনুরোধ করছি। আমাদের দল পুরো খরচ বহন করতে প্রস্তুত।’

তাসকিন আরও বলেন, ‘অনুগ্রহ করে ফেসবুকে প্রচারিত ভুল বিষয়গুলো শেয়ার করা এড়িয়ে চলুন। কারণ, তাদের বেশির ভাগই (নৌকা) ইতিমধ্যে বুকিং দেওয়া আছে। ঢাকা, চট্টগ্রাম বা আশেপাশের এলাকার কেউ যদি একটি নৌকার ব্যবস্থা করতে পারেন, তবে আমরা তা ফেনীতে পরিবহনের দায়িত্ব নেবো। তাকে সমন্বয়কারী একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য প্রদান করা হবে।’

সৌম্য সরকার ফেসবুকে তার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘বন্যার কারণে আমাদের দেশের মানুষ অসহায়। জীবন, বাড়িঘর, স্বপ্ন তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যেখানেই থাকি সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাদের পাশে দাঁড়াই। আমরা আমরা যদি একে অপরকে সমর্থন করি তবে এই কঠিন সময়টি কাটিয়ে উঠতে পারবো।

এদিকে অনাকাঙ্ক্ষিত বন্যায় মৃত্যুমুখে পতিত হয়েছে লাখো মানুষ। বন্যার্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।

মন্তব্য করুন

Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগস্টের বন্যায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৭৪ জনের প্রাণহানি
৮৬৫০ জন বন্যার্তদের মধ্যে নোবিপ্রবি ফার্মাসি বিভাগের চিকিৎসা সেবা
১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায় 
বন্যা দুর্গতদের জন্য ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প