• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

গণভবনের পুকুরপাড়ে বসে যা লিখলেন আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৯:২২
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পুকুরে গিয়ে মাছ ধরতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আক্ষেপের কথা জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে ছবি দিয়ে আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে।’

এরপর ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি.দ্র: বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’

পরে আবার পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এর এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধের পদক্ষেপ নিলেন উপদেষ্টা নাহিদ
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
সচল হলো উপদেষ্টা আসিফের ফেসবুক আইডি, চলে গেল ব্লু টিক
এক লাখ টন সার কিনবে সরকার