• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

হিযবুত তাহরীর সদস্য নয় মাহফুজ, গুজব বলল প্রেস উইং

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১১:৩৮
ফাইল ছবি

গুজব একটি ভয়ংকর উপসর্গ। যা অতিদ্রুত ডালপালা মেলে। আর মানুষও যাচাই-বাছাই না করে অন্ধের মতো সেই গুজবের পেছনে ছোটে। সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম হিযবুত তাহরী বা অন্য কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য। কিন্তু আদতে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

সোমবার (৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীর সদস্য হিসেবে দাবি করে দেওয়া ফেসবুক পোস্টগুলো গুজব। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীর কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি। বিষয়টি দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে পরিষ্কার করেছে।

প্রসঙ্গত, মাহফুজ আলম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে: মাহফুজ আলম
সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব: প্রেস উইং
তসলিমা নাসরিন অসত্য তথ্য ছড়াচ্ছেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং