• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

ফেসবুক লাইভে এসে যে ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ

আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৫
ফেসবুক লাইভে এসে যে ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১০ নভেম্বর) সকালে ১৬ মিনিটের লাইভে তিনি আরও বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতারা আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না। আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা বিদেশে কেন? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?

লাইভে তিনি আরও বলেন, হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন। আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগসহ মুজিববাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্মমর্যাদাহীন। তাদের ন্যূনতম পড়াশোনাটাও নেই। ওরা বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সব কিছুতেই ওরা দেউলিয়া। তারা এখন বিদেশে বসে বসে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দায়িত্ব নিয়েই মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি সরিয়েছেন ফারুকী’
সংবিধান সংশোধন নিয়ে ৪ প্রস্তাবনা দিলেন শায়খ আহমাদুল্লাহ
সাবধান করলেন সারজিস আলম, কারণ কী?
যে কারণে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক