‘ছাত্রলীগ আসবে ভয়ংকর রূপে’ লেখা ডিজিটাল বোর্ড নিয়ে যা জানা গেল
সামাজিক মাধ্যমে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখা একটি ডিজিটাল বোর্ড ভাইরাল হয়েছে। রোববার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রসংগঠনের এমন হুঁশিয়ারিতে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডের লেখা এটি। বিষয়টি নিয়ে কলেজের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনা তদন্তে হয়েছে কমিটিও গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
গত রোববার কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহীতে কোন কর্মসূচি করতে পারেনি। এরই এক ফাঁকে বিকেলে ৫ টার পর রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে বিক্ষোভও করেছেন বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
রাজশাহী কলেজ প্রশাসন জানিয়েছে, আইটি বিশেষজ্ঞের মাধ্যমে তারা জানতে পেরেছেন ডিভাইস হ্যাক করে এ বার্তা প্রচার করা হয়েছে। অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ‘কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল মতিনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেবেন তারা।
কলেজ প্রশাসন আরও জানায়, এঘটনায় রোববার নগরের বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে। এখন সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এটি করেছে, তা জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির জানান, তারা এ ঘটনায় বিস্মিত। কে বা কারা এটির সঙ্গে জড়িত, সেটি জানতে তার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কলেজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্তের পর জানা যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজপথে আসার সাহস নেই। তারা মানুষকে ভয় ভীতি দেখাতে চাই। রাস্তায় আছে বৈষম্যবিরোধী ছাত্ররা। পারলে তারা প্রকাশ্যে আসুক।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন