এই ছবির মাঝেই নিহিত উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি: মুশফিক আনসারী
দীর্ঘ এক যুগ পর দেশের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি আমন্ত্রণে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে, বেগম খালেদা জিয়াকে আমন্ত্রিত করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস পাশাপাশি চেয়ারে বসে কুশল বিনিময় করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেন তরুণ ৩ উপদেষ্টা। তারা হলেন, উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নানাজন নানাভাবে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন। দীর্ঘদিন পর খালেদা জিয়াকে আবারও সেনাকুঞ্জে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মুশফিকুল ফজল আনসারী।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি’।
আরটিভি/এআর
মন্তব্য করুন