• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সবাইকে ধৈর্য ধরার আহ্বান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২০:৫৯

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে দেশের মুসলমানদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তারা।

মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে বলেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।

তিনি বলেন, সেই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন আজহারি
পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
যে কারণে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ
রিমান্ডে থাকা আসিফ মাহতাবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ