• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বৈষম্যবিরোধী আন্দোলনে ‘নিহত’ নয়নের ফিরে আসা নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪
বামপাশে অহিদুজ্জামান সাকিব ও তার স্ত্রী, ডানপাশে নিহত নয়ন (সংগৃহীত ছবি)

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. নয়নকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে। দাবি হচ্ছে, নয়ন মৃত্যুর চারমাস পর ফিরে এসেছে। এসব দাবি একদমই গুজব।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মো. নয়ন। সম্প্রতি বিভিন্ন পোস্টে একটি দম্পতির ছবি পোস্ট করে লেখা হচ্ছে, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শহীদ নয়ন বাড়িতে ফিরে এসেছেন। মৃত্যুর চারমাস পর সদ্য সাবেক বিধবা স্ত্রীর সাথে হাসিমুখে নয়ন ভাইয়ের ছবি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে নিহত ভোলার নয়ন বাড়ি ফিরে আসেনি। প্রকৃতপক্ষে, ভোলা জেলা প্রশাসন কর্তৃক নিহত নয়নের পরিবারের নিকট চিঠি প্রেরণের সময় তার বাবা মায়ের ভুল নাম উল্লেখ করার সুযোগ নিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। পরবর্তীতে এক ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করে এই গুজব ছড়িয়ে পড়েছে।

যেভাবে ভুলের ফায়দা নিয়ে প্রচার করা হয় গুজব

গত ৩০ নভেম্বর ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ভোলার আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওই স্মরণসভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে পাঠানো এক চিঠিতে দেখা যায় সেখানে শহীদ নয়নের বাবার এবং মায়ের ভুল নাম দেওয়া হয়েছে। শহীদ নয়নের বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম এবং মাতার নাম মমতাজ বেগম। তবে চিঠিতে বাবা এবং মায়ের নামে জায়গায় মো. আনসার মিয়া এবং রিজিয়া বেগম উল্লেখ করা হয়। মূলত চিঠিতে ভুলবশত শহীদ নয়নের বাবা-মায়ের নামের জায়গায় একই ওয়ার্ডের ভিন্ন আরেক নয়ন (প্রবাসী) এর বাবা-মায়ের নাম লেখা হয়।

ভোলার এক ব্যক্তি এই ভুলটি তার ফেসবুক পোস্টে তুলে ধরেন, সেই পোস্টে ওই চিঠি, শহীদ নয়নের জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ছবি এবং তার জন্ম নিবন্ধন এর ছবি পাওয়া যায়। এর প্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগ পন্থীরা শহীদ নয়ন ফিরে এসেছে বলে ফেসবুক পোস্ট করে, যা কপি পোস্ট হয়ে ব্যাপকভাবে পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। প্রথমদিকে কেবল টেক্সট এবং চিঠির ছবি সহ দাবিটি প্রচার হলেও পরবর্তীতে দাবির সাথে এক দম্পতির ছবি যুক্ত হতে দেখা যায়।

ভোলার নিহত নয়নের ফিরে আসার পরের ছবি হিসেবে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

ভোলার শহীদ নয়ন ফিরে এসেছে—এই দাবির বিভিন্ন পোস্টে এক দম্পতির ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান করে জানতে পারে যে, ছবির ব্যক্তি নয়ন নন। প্রকৃতপক্ষে, ছবির ব্যক্তি হচ্ছেন অহিদুজ্জামান সাকিব নামে ভিন্ন একজন। গত ২৬ নভেম্বর অহিদুজ্জামান সাকিব তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে স্ত্রীর সাথে এই ছবিটি পোস্ট করেছিলেন।

জীবিত প্রবাসী নয়নের মা জানান, ‘নিহত নয়নের বাড়ি আর আমার বাড়ি একই হওয়াতে ভুলে নিহত নয়নের বাবার নামের পরিবর্তে আমার স্বামীর নাম চলে এসেছে, তবে কোনো টাকা-পয়সা আমরা পাইনি। কে বা কারা গুজব ছড়াচ্ছে যে নিহত নয়ন বেঁচে ফিরছে। যারা গুজব রটাইছে তাদের বিচার দাবি করছি।’

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের দাবি, যা বলছে ফ্যাক্টচেক
মাহফিলে ‘তুমি’ সম্বোধন, যে ব্যাখ্যা দিলেন আজহারী
তাহসানের দ্বিতীয় বিয়ের পর লাইভে মিথিলার কান্না, যা জানা গেল
৬-৭ জন মিলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ, বাঁচার আকুতি ব্যবসায়ীর