ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা আসিফ

আরটিভি নিউজ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

জুলাই আন্দোলনে সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করাই নিজের মুখ্য দায়িত্ব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়া ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি, এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি, সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।

Capture4

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

মুঈন হোসাইন নামে একজন লিখেছেন, সঠিক কথা। ভালোবাসা অবিরাম।

রাকিব ইসলাম লিখেছেন, রাইট আসিফ ভাই।

মো. আরিফুল ইসলাম লিখেছেন, একদম খাঁটি কথা ভাই।

জোনায়েদ নামে আরেকজন লিখেছেন, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |