ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুক লাইভে মামুন-লায়লার তুমুল ঝগড়া

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৪:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ও লায়লা জুটি।
 
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।

বিজ্ঞাপন

তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। 

গত শনিবার (১০ মে) লায়লার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। শুরু করেন লায়লার সঙ্গে তুমুল ঝগড়া। প্রায় ৩০ মিনিটের ওই লাইভে মামুন বলেন, ৪ বছর আগে তুমি আমার কাছে এসেছো। আমি তোমার কাছে যাইনি। আমার বয়স কম হওয়ায় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে। তোমার মত জঘন্য, ইতর আমি আমার জীবনে দেখিনি।

বিজ্ঞাপন

লায়লাকে উদ্দেশ করে মামুন আরও বলেন, আমার নামে ৫টা মামলা দিয়ে আটকে রেখেছ। আমাকে পুতুলের মত নাচাচ্ছ। কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দেও না। আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ। নেটদুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ। 

শেষে ভক্তদের উদ্দেশে টিকটকার মামুন বলেন, লায়লা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে, যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি এখন কি করব ভাই; আপনারা আমাকে বুদ্ধি দেন। আমি জানি, লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারব না। 

সংবাদমাধ্যমে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে লায়লার কথিত প্রেমিক মামুন বলেন, লায়লা আমাকে সব সময় বলেছে ও আর আমি সব সময় ভালো বন্ধু থাকবো। কিন্তু এখন সেটা ও মানছে না।

বিজ্ঞাপন
Advertisement

লায়লার সঙ্গে ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র। তা দেখে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মায়া থেকে। ৪ বছর আগে লায়লার প্রতি আমার মায়া ছিল, তারও ছিল। কিন্তু সেটা এখন এমন ভয়ংকর রূপ নেবে আমি তা জানতাম না।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |