ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নেতানিয়াহুর ছেলেকে গণধোলাই দেওয়ার ভিডিও নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ  

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলেকে গণধোলাই দিচ্ছে সেই দেশের জনগণ। তবে ভিডিওটি নেতানিয়াহুর ছেলের নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

তাদের অনুসন্ধান থেকে জানা গিয়েছে, প্রচারিত ভিডিওটি নেতানিয়াহুর ছেলেকে গণধোলাই দেওয়ার নয় এবং তাকে গণধোলাই দেওয়ার দাবির সপক্ষেও নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

বরং, এটি গত বছরের অক্টোবর মাসে গাজা-ইসরায়েল সংঘাতের সময়কার হামাসের কাছে থাকা ইসরায়েলের বন্দীদের স্বজনদের সাথে চলতি বছরের মার্চে ইসরায়েলের পার্লামেন্টে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের দৃশ্য। 

আরও পড়ুন

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এর ইউটিউব চ্যানেলে গত ০৫ মার্চ প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনটি থেকে জানা যায়, ইসরায়েলের পার্লামেন্টে নিরাপত্তারক্ষীরা বন্দীদের স্বজনদের ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে সরিয়ে নিচ্ছে–এমন ঘটনার দৃশ্য এটি। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আল জাজিরার ওয়েবসাইটে গত ০৪ মার্চ “Israeli captives’ families fight with Knesset security guards” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একই মারামারির দৃশ্য দেখা যায়। 

1-303-1024x978

প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেখতে বাঁধা দেওয়ার সময় গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং গত বছরের ৭ অক্টোবরের হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি পার্লামেন্টে নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সুতরাং, চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলের পার্লামেন্টে গত বছরের অক্টোবর মাসে হামলায় হামাসের কাছে বন্দিদের স্বজনদের সাথে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের দৃশ্যকে নেতানিয়াহুর ছেলেকে গণধোলাইয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। 

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |