• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

এডিপি বাস্তবায়নে ধীরগতিতে এগোচ্ছে সরকার

সেলিম মালিক

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নে ধীরগতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে খরচ হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি টাকা, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১২ হাজার কোটি টাকা কম। তবে খরচের এমন ধীরগতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, আগের সরকারের রাজনৈতিক বিবেচনায় নেওয়া অহেতুক প্রকল্পে খরচ না করাই উত্তম।

তথ্যমতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে সাতটি চ্যান্সারি কমপ্লেক্স তৈরির প্রকল্প রয়েছে, যার বরাদ্দ মোট ১৪৩ কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এক টাকাও খরচ করা সম্ভব হয়নি।

সরকারের প্রকল্প মনিটরিং করার একমাত্র সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যে জানা গেছে, জুলাই-নভেম্বর বার্ষিক উন্নয়ন প্রকল্পের খরচেও দেখা গেছে রক্ষণশীলতা। ২০২৩–২৪ অর্থবছরের এই সময়ে খরচ হয়েছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে খরচ হয়েছে মাত্র ৩৪ হাজার ২১৪ কোটি। যা মোট বরাদ্দের ১২ দশমিক ২-৯ শতাংশ।

বেশি বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ ২০ দশমিক ৩১ শতাংশ বরাদ্দ বা ৭ হাজার ৭১১ কোটি টাকা খরচ করতে পেরেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭ হাজার ৯৭৬ কোটি টাকা। আর ১০ শতাংশের কম খরচ হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সেতু বিভাগে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির জানান, জুলাই-আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে অনেক ঠিকাদার পালিয়ে গেছে, আবার অনেক প্রকল্প পরিচালক সম্পদ বিক্রি করে বিদেশ চলে গেছেন। যার ফলে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রশাসন, সেখানকার ঠিকাদার ও কেনাকাটার জায়গাগুলোতে এখন কিছুটা অচল অবস্থায় আছে এবং সেটা আরও কয়েক মাস থাকবে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সহ-সভাপতি এম এস সিদ্দিকী বলেন, শুধুমাত্র আমলাদের নিয়ে নয়, প্রাইভেট অথবা অন্য পেশা থেকেও দক্ষ লোক নিয়ে এ প্রকল্পগুলো মেনেজম্যান্ট করা উচিত, তাহলে হয়তো আরেকটু গতি আসবে।

উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের পরিমাণ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত গরুর ছবি দিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা, যা জানা গেল
সৌদি সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী 
অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার 
জি নিউজের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: প্রেস উইং ফ্যাক্টস