৪ ঘণ্টার ব্যবধানে ৪০ হাজার কেজি সবজি বিক্রি
হাটে হরেক রকমের সবজি, নানা রঙের উৎসব ঠিক যেন প্রকৃতির এক ক্যানভাস! এ বাজারে যা যা চাই, সবই মেলে। টমেটো, শিম, মিষ্টি কুমড়া, মরিচ সব তাজা, সবই বিষমুক্ত। বলছি গাজীপুরের বরমী খেয়াঘাটের কোল ঘেষে জমে ওঠা এক বিশাল সবজির হাটের কথা।
শীতের ভোরে প্রতিদিন শীতলক্ষ্যা নদীর ঘাটে দূর থেকে ভেসে আসে ট্রলারের ইঞ্জিনের আওয়াজ। প্রায় প্রতিটি ট্রলারেই ভর্তি সবুজ সবজি। স্থানীয়দের মতে এই হাটের বয়স প্রায় ত্রিশ বছর। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলে এই জমজমাট বাজার। প্রতি বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যেই সমস্ত সবজি শেষ। প্রায় ৪০ হাজার কেজি সবজি বেচাকেনা হয় প্রতিটি হাটে।
গফরগাঁও, টাঙ্গাবো, ও পাগলা এলাকার প্রান্তিক চাষিরা ৮ থেকে ১০ জন মিলে ভাড়া করেন একটি ট্রলার। এতে করে পরিবহন খরচ কম হয়। নদীপথের কারণে তাদের পণ্য পরিবহন খরচ তুলনামূলক কম।
এক চাষি প্রায় ২০ বছর ধরে কৃষি কাজ করছেন। বরমী বাজারে গত ১৫ বছর ধরে সবজি বিক্রি করেন তিনি।
এই হাটে অন্তত দুই শতাধিক শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। প্রতি হাটবারে বিক্রি হয় অন্তত ১০ লাখ টাকার সবজি। আশপাশের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি মূল্যে সবজি কিনেন।
সবজিগুলো বিষমুক্ত হওয়ায় ক্রেতাদের মধ্যে চাহিদা অনেক বেশি। শীতের সকালে হাটের কর্মযজ্ঞ বাজারকে আরও বৈচিত্র্যময় করে তোলে।
আরটিভি/জেএম
মন্তব্য করুন