করোনা মহামারির এই সময়েও ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ করল। এর মাঝেই আলাদা দল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আইরিশদের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়েই টেস্ট সিরিজ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে। আগামী ৫ আগস্ট থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
এই ম্যাচের জন্য প্রায় সপ্তাহ খানিক আগেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
টানা টেস্ট খেলা নিয়ে দলের নির্বাচক এড স্মিথ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার পর আরও তিনটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। এর জন্য খেলোয়াড়দের বিশ্রামেরও প্রয়োজন। এরমধ্যে কাউন্টি ক্রিকেটও শুরু হয়েছে তবে বিশ্রামের জন্যও সুযোগ দেয়া হবে। এরজন্য অতিরিক্ত খেলোয়াড়ও রাখা হয়েছে।
প্রথম টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রোলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ: জেমস ব্র্যাসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো এই সিরিজও থাকবে বায়োসিকিউর প্রটোকলে, গ্যালারী থাকবে দর্শক শূন্য।
আরও পড়ুন: ওয়ানডে সুপার লিগের পর্দা উঠছে আগামীকাল
এমআর/