ইংল্যান্ডে ফুটবল যুদ্ধের দামামা বেজেছে। এফএ কমিউনিটি শিল্ডের লড়াইয়ে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়। লন্ডনের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।
প্রথা অনুযায়ী, কমিউনিটি শিল্ডে গেল মৌসুমের এফএ কাপের শিরোপা জয়ী আর্সেনাল মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের।
২০২০/২১ মৌসুম জয় দিয়েই শুরুটা করতে আগ্রহী অলরেডরা। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চায় কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
অন্যদিকে লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নতুন মৌসুম শুরুর করতে মরিয়া লন্ডনের দল আর্সেনাল।
লিভারপুল-আর্সেনাল দুই দলই সমান ১৫ বার এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে। এবার অপেক্ষা নিজেদের ছাড়িয়ে যাওয়ার।
আরও পড়ুন: কমিউনিটি শিল্ডে নামছে লিভারপুল-আর্সেনাল, টিভির সূচি দেখুন
ওয়াই