• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবারের আইপিএলকে বিদায় বললেন সুরেশ রায়না

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৪:৫৮
Suresh Raina, IPL, rtvnews
ছবি- চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার খানিকক্ষণ পর সতীর্থ, বন্ধু সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। এরপর চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করেন দলের সঙ্গে।

প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর গতকাল শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল গোটা দলের। তবে তার আগেই দুঃসংবাদ শুনতে হয় চেন্নাইকে। দলের ৯ জন স্টাফ ও পেসার দ্বীপক চাহারের শরীরে করোনা শনাক্ত হয়।

এমন খবরের পর আজ শনিবার দল ছাড়ার কথা জানান সুরেশ রায়না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আইপিএল ছাড়ার কারণ হিসেবে জানান, ব্যক্তিগত।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ টুইট বার্তায় নিশ্চিত করেন রায়নার দল ছাড়ার বিষয়টি।

‘সুরেশ রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’

অর্থাৎ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে আর পাওয়া যাচ্ছে না রায়নাকে।

আরও পড়ুন: মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক, বললেন কাজী সালাউদ্দিন

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়