ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রায়না, মালিঙ্গার পর আইপিএল ছাড়লেন হরভজন সিং

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ , ০৫:১৫ পিএম


loading/img
ছবি- সংগ্রহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরুর আগেই একের পর এক দল ছাড়ার হিড়িক পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে চলতি মাসেই শুরু হবে এবারের আসর।

বিজ্ঞাপন

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার। তাতেও অবশ্য রক্ষা মেলেনি এই মহামারি ভাইরাস থেকে।

চেন্নাই সুপার কিংসের দুই খেলোয়াড়সহ মোট ১৩জন আক্রান্ত হন করোনায়। এমন খবর আসতে না আসতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়েন চেন্নাইয়ের অন্যতম খেলোয়াড় সুরেশ রায়না।

বিজ্ঞাপন

এরপর মুম্বাই ইন্ডিয়ানস ছাড়েন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনিও ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন বলে জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। মালিঙ্গা খেলবে না জানিয়ে দেয়ার পর মুম্বাই ইন্ডিয়ানস জানায় অস্ট্রেলীয় পেসার জেমস প্যাটিসনকে দলে নেয়ার কথা।

এবার চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিং জানিয়েছেন, তিনিও খেলছেন না এবারের আইপিএল। হরভজনের দলচ্যুত হবার কারনও ব্যক্তিগত।

আরও পড়ুন: বায়ার্নে সফল মৌসুম কাটিয়ে বার্সায় ফিরলেন কুতিনহো

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |