• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বার্সাতেই রয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬
Friday's football-based website 'Goal' -
ফাইল ছবি

সব জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে। আগামী ২০২০-২১ মৌসুম বার্সার হয়েই খেলবেন তিনি। চুক্তির মেয়াদ সম্পন্ন করতেই থেকে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে।

শুক্রবার ফুটবল ভিত্তিক ওয়েবসাইট 'গোল'-কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান লিওনেল মেসি। তার আগে গর ২৫ আগস্ট এক বার্তায় মেসি জানান, তিনি আর থাকতে চাইছেন না বার্সেলোনাতে।

মেসির এমন বার্তার পর বার্সেলোনাও জানিয়ে দেয়, মেসি চাইলেই চলে যেতে পারবেন না। চলে যেতে হলে ৭০ কোটি ইউরো পরিশোধ করেই যেতে হবে। বার্সার এমন যুক্তির সঙ্গে একমত পোষণ করে লা-লিগা।

দুপক্ষের এমন অবস্থানের পর শুক্রবার মেসির বাবা হোর্হে মেসি এক বিবৃতিতে জানান, লা-লিগা কর্তৃপক্ষের পর্যালোচনা ভুল।

শুক্রবার গোল.কমকে দেয়া সাক্ষাতকারে মেসি বলেন, 'আমি যখন আমার পরিবারকে বার্সা ছাড়ার কথা জানাই তখন তারা কান্নায় ভেঙ্গে পড়ে। আমার বাচ্চারা স্কুল পরিবর্তন করতে চায় না।'

'থিয়াগো আমার বড় ছেলে। সে টিভিতে দেখেছে আমরা বার্সা ছাড়ব। সে আমাকে বলল, আমি এখান থেকে যেতে চাই না। সে তার স্কুল এবং বন্ধুদের ছাড়তে চায় না।'

বার্সেলোনা নিয়ে মেসি বলেন, 'এই ক্লাব আমার জীবন, আমি আমাকে এখানেই তৈরি করেছি। বার্সা আমাকে সব দিয়েছে। আমি চাইনি বার্সা আমার জন্য আদালতে উঠুক। এজন্যই আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি।'

'আমি বার্সেলোনাকে ভালবাসি এবং আমি কোথাও এর চেয়ে ভাল জায়গা খুঁজে পাচ্ছি না। আমার পরিবার, আমার সন্তানেরা এখানেই বেড়ে উঠছে। তবুও, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি নতুন লক্ষ্য এবং নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছিলাম। তবে আগামীকাল ফিরে যাব, কারণ বার্সেলোনাই আমার সব।'

আরও পড়ুন: না ফেরার দেশে সুপ্তার বাবা, বিসিবির শোকবার্তা

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় জয়ে কোপা দেল রের শেষ আটে বার্সেলোনা
শিরোপা জয়ের পরই বড় দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে
রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সেলোনা
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ