ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় অফ-স্পিনার হরভজন সিং। না খেলার জন্য এমনিতেই বহু টাকা হাতছাড়া হয়েছে তার।
এর সঙ্গে যোগ হয়েছে টাকা ধার নিয়ে পরিশোধ না করা। হরভজন সিং শেষ পর্যন্ত থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
ঘটনা ২০১৫ সালের। হরভজন সিংয়ের বন্ধুর মাধ্যমে এক ব্যবসায়ী জী মহেশের সঙ্গে পরিচয় হয়। তখন তিনি ব্যবসায়ীক কাজে হরভজনের কাছ থেকে ৪ কোটি টাকা ধার নেন।
সেই টাকা দিয়ে দেয়ার কথা থাকলেও দীর্ঘ চার বছর পার হয়ে গেলেও টাকা আর ফেরত দেননি। তবে বেশ কয়েকবার বলার পর গত আগস্টে ২৫ লাখ টাকার একটি চেক দেয়া হয় হরভজনকে।
সেই চেক উত্তোলন করতে গেলেও সেটি বাউন্স করে। এরপর হরভজন সিং বাধ্য হয়ে চেন্নাই সিটি পুলিশের কাছে অভিযোগ করেন। এনিয়ে চেন্নাই পুলিশ মহেশকে জিজ্ঞাসার জন্য তলব করলে জানা যায়, মাদ্রাজ হাইকোর্টে তিনি আগাম জামিনের জন্য আবেদন করে রেখেছেন।
মহেশ এটিও জানিয়েছেন, সম্পত্তির নথি দেখিয়ে হরভজনের কাছ থেকে ঋণ নিয়েছেন বটে সেটি আবার পরিশোধও করে দিয়েছেন।
এমআর/