কোম্যানের অধীনে প্রথম ম্যাচেই মেসিদের জয়
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু বার্সেলোনার। নতুন কোচ রোনাল্দ কোম্যানের অধীনে প্রথম ম্যাচে জিমন্যাসটিকের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই ম্যাচে খেলেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক বার্সাকে ৫ মিনিটে লিড এনে দেন উসমানে ডেমবেলে। ১৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আঁতোয়া গ্রিজমান।
খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে গোলে করে ব্যবধান কমান হাভিয়ের বোনিলা। তবে লাভ হয়নি। ৫১ মিনিটে বার্সার পক্ষে আরও এক গোল করেন ফিলিপে কুতিনহো।
বাকী সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ওয়াই
মন্তব্য করুন
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল।
সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর শেষ মুহূর্তে পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।
রোববার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এর আগে হারিসকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। ৩০ ডিসেম্বর শুরু হয়ে প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
দুর্বার রাজশাহীর স্কোয়াড:
এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ অন্তর।
আরটিভি/এসআর
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে প্রায় দুই মাসের মতো সময় বাকি রয়েছে। ভেন্যু জটিলতায় পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান।
তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছুর সুরাহা করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো' জানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।
শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তবে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী আগামী তিন বছর এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪-২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয়টি পরের দিন। ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত সেমিফাইনালে পৌঁছে, তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। তবে ভারত না পৌঁছালে, ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।
গ্রুপ এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড
গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ (রিজার্ভ ডে নেই)
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (রিজার্ভ ডে আছে)
ফাইনাল: ৯ মার্চ, লাহোর (রিজার্ভ ডে আছে)
আরটিভি/এমএম
বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আগামী ৩০ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। কিন্তু এক সপ্তাহ আগে থেকেই বিপিএলের উন্মাদনা শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের মিউজিক ফেস্টের ঢাকা পর্ব। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের অনুষ্ঠানিকতা।
এদিন মঞ্চে ওঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘নতুন বাংলাদেশে নতুন বিপিএল’ বলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি।
তাদের বক্তব্যের পর মঞ্চে ওঠেন জেফার, মুজা ও সঞ্জয়। এক ঘণ্টা একসঙ্গে পারফর্ম করেন তারা। সঞ্জয়ের ডিজে মিউজিক দিয়ে তাদের পরিবেশনা শুরু করে জেফার গেয়েছেন ‘ঝুমকা’ গান। মুজা গেয়েছেন ‘নয়া দামান’, ‘আসি বলে গেল বন্ধু’, ‘ঢোলের তালে’, ‘বেনী খুলে’।
তাদের পরিবেশনার পর মঞ্চে আসেন মাইলস। তাদের পারফরম্যান্সের পর আলোক ঝলকানির খেলা শুরু হয় মিরপুরে। আতশবাজিতে রঙিন হয়ে উঠে পুরো স্টেডিয়ামের চারপাশ। সবার শেষে মঞ্চে উঠেন রাহাত ফাতেহ আলী খান।
মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট। আর ২৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্ব দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হবে মাঠের লড়াই।
এবারের বিপিএলের ৭টি দল হলো—ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।
প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।
শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।
আরটিভি/এসআর-টি
সোমবার পর্দা উঠছে বিপিএলের, এক নজরে দেখে নিন ৭ দলের স্কোয়াড
মাঠে লড়াই থেকে আর মাত্র ১ দিন দূরে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।
বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
আসুন এক নজরে দেখে নিই সাত দলের স্কোয়াড
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি: মোহাম্মদ হারিস, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, আজিজুল হক তামিম ও তৌফিক খান।
বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফী বিন মোত্তর্জা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেন ইমন।
বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
আরটিভি/এসআর
বিপিএলে দুটি ম্যাচ শুরুর সময় বদল
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। এর মধ্যেই এবার বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসর শুরুর পরদিন তথা ৩১ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জানা গেছে, বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।
সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়। এই ম্যাচে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না। বিকল্প হিসেবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে পাওয়া যাবে।
৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে খেলা চলবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ৭ দলের আসরে বরাবরের মতই কয়েক ধাপে দেশের তিন ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
এদিকে বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
মোট খেলা হবে ৪৬টি। ডাবাল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলাগুলো। তাতে প্রথম পর্বে প্রত্যেক দল দুবার মুখোমুখি হবে প্রতিটি দলের বিপক্ষে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।
আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-২ এ লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার- ১ এ হেরে যাওয়া দলের বিপক্ষে। দল দুটির মধ্যকার যে জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরটিভি/একে
বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
গেল বছরের ন্যায় এ বছরও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল।
একনজরে দেখে নেওয়া যাক সেই সূচি-
জাতীয় পুরুষ দলের সূচি
ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
সেপ্টেম্বর
এশিয়া কাপ।
অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
জাতীয় নারী দলের সূচি
জানুয়ারি-ফেব্রুয়ারি
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
সেপ্টেম্বর-অক্টোবর
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ
ডিসেম্বর
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। সিরিজ না জিতলে খেলবে বাছাইপর্ব। সেটা পেরিয়েই যেতে হবে বিশ্বকাপে।
আরটিভি/আইএম
ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরেছে ভারত। দ্বিতীয় ইনিংসে জয়সাওয়ালের আউটের পর পথ হারায় আকাশী-নীলরা। আর এই আউটের সিদ্ধান্ত আসে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছ থেকে। যা নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের আম্পায়ারের দেওয়া এই আউট মানতে পারছেন না ভারতীয়রা। শরফুদ্দৌলার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। এই ঘটনায় ভারতীয় দলের তীব্র সমালোচনা করেছেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় ব্যাটার বলেন, বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পেছনে ক্যারির হাতে চলে গেছে।
আকাশ দীপের কড়া সমালোচনা করে খান্না বলেন, আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।
ভারতের ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি।
অস্ট্রেলিয়ার জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ৮৪ রানে ব্যাট করা জয়সাওয়াল। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের করা ৭১তম ওভারের পঞ্চম বলে আউট হন তিনি। জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানে সেটি ভারতের সপ্তম উইকেটের পতন। এরপর মাত্র ১৫ রানে বাকি ৩টি উইকেট হারিয়ে অলআউট হয় ভারত।
জয়সাওয়ালের আউটের সময় দিনের খেলার ২১.২ ওভার বাকি ছিল। কামিন্সের বাউন্সারে হুক করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন কামিন্সদের আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়া হয়। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। বল জয়সোয়ালের ব্যাট ও গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকো প্রযুক্তিতে কোনো রেখা দেখা যায়নি। ফ্লাট লাইন ছিল।
কিন্তু ভিডিও রিপ্লেতে জয়সাওয়ালের ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা গেছে। শরফুদ্দৌলাও সে সময় বলেছেন এ কথা। চোখে যেটা তিনি দেখেছেন (বলের গতিপথ পাল্টানো), সে অনুযায়ীই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সাওয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা।
আরটিভি/এসআর/এআর