ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নিষিদ্ধ হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ০৮:৩১ এএম


loading/img
নেইমার ।। ফাইল ছবি

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি'র ব্রাজিলিয়ান তারকা নেইমার।  

বিজ্ঞাপন

ফরাসি লিগে রোববার রাতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ানোয় এ শাস্তি পেতে হলো নেইমারকে।

ওই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মারেন নেইমার। এরপর   রেফারির লাল কার্ড পয়ে মাঠ ছাড়েন তিনি। 

বিজ্ঞাপন

ম্যাচের পর নেইমার দাবি করেন মার্সেইর স্প্যানিশ ডিফেন্ডার আলভারো তার সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছেন। টুইটার ও ইন্সটাগ্রামে এই সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টও দিয়েছেন। এক পোস্টে তিনি জানান, আলভারোর মুখে মারতে চেয়েছিলেন তিনি।

নেইমারের পাশে দাঁড়িয়ে থেকে পিএসজি কর্তৃপক্ষও বর্ণবাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।

পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি পেতেই হলো নেইমারকে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |